জনস্বার্থমূলক অনুষ্ঠান

টেলিভিশন নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

এবার থেকে টেলিভিশন (television) চ্যানেলে জাতীয় ও জনস্বার্থমূলক অনুষ্ঠান প্রচার বাধ্যতামূলক করছে কেন্দ্র। ৯ নভেম্বর থেকেই নির্দেশিকা কার্যকর করা হলেও তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information & Broadcasting) চ্যানেলগুলিকে এসম্পর্কিত ভাবনাচিন্তা ও বিষয় নির্বাচনের জন্য সময় দিয়েছে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দেশপ্রচারের বিধি রাখা হয়েছে নির্দেশিকায়। এর জন্য ৮টি থিম নির্বাচন করে দিয়েছে মন্ত্রক।