UIDAI

আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, কলকাতা হাইকোর্টকে জানাল UIDAI

আধার কি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র? এনিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে। এনিয়ে কিছুটা বিভ্রান্তিও আছে। তবে এবার এনিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিল ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া( UIDAI)। UIDAI-এর তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, যাঁরা ভারতে ১৮২ দিন বসবাস করেছে আধার কার্ড তাঁদের জন্য। এছাড়া সরকারি প্রকল্পের ভর্তুকি দিতেই এই আধার কার্ড।আইনজীবী