Sylvester daCunha

চলে গেলেন আমূল গার্লের স্রষ্টা

গোটা দেশের কাছে পরিচিত মুখ আমুল গার্ল। গত ছয় দশক ধরে দেশের সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক হোক বা ক্রীড়াজগৎ- প্রতিটি বিষয়ের উপরেই সময়ানুযায়ী বিজ্ঞাপনে ভেসে উঠেছে আমুল-গার্লের মুখ। আর সেই ‘আটারলি বাটারলি’ আমুল গার্লের স্রষ্টা সিলভেস্টার ডা’কুনহা মঙ্গলবার মুম্বইতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৬৬ সালে দেশে সফেদ বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েনের হাত ধরেই শুরু হয়েছিল