Shooting

নজিরবিহীন সংঘাতে বন্ধ হল টলিপাড়ায় শুটিং

ডিরেক্টরস গিল্ড জানিয়েছে, ‘অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরি সমিতি ২৯ জুলাই থেকে যত দিন পর্যন্ত না পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করছে।’এসভিএফের পুজোর ছবির পরিচালক হিসাবে রাহুল মুখোপাধ্যায়কে ফেডারেশন মেনে না নিলে ফ্লোরে যাবে না পরিচালকরা, এই সিদ্ধান্তে অনড় পরিচালকরা।

এশিয়াডের পদক তালিকায় চতুর্থ ভারত

অষ্টম দিনে এশিয়াডে ১৫ টি পদক এনে ইতিহাস তৈরি করলেন ভারতের ক্রীড়াবিদরা। উল্লেখ্য, এর আগে এশিয়ান গেমসে একদিনে এত পদক কখনও জেতেনি ভারত। ২০১০ সালের এশিয়ান গেমসে এক দিনে ১১টি পদক জিতেছিল তারা। রবিবার শুধু অ্যাথলেটিক্স থেকেই এসেছে ৯টি পদক। এছাড়া ব্যাডমিন্টন, বক্সিং, গল্‌ফ থেকেও পদক জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। রবিবার পর্যন্ত ৫৩টি পদক জিতেছে ভারত।