Raiganj

রায়গঞ্জের রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোয় কলা বৌ থাকে কার্তিকের পাশে

সিপাই বিদ্রোহের বর্ষে শুরু হয়েছিল দেবীর আরাধনা। মহালয়ের ভোরে বেদিতে ঘট বসিয়ে দুর্গাপুজোর সূচনা হয়েছিল উত্তর দিনাজপুরের হরিপুরের কুণ্ডু জমিদার বাড়িতে। বাংলাদেশ থেকে আসার সময় দুর্গা প্রতিমার হাতে থাকা অস্ত্রগুলি আনা হয়নি ৷ সেখানেই ফেলে রেখে আসতে হয়েছে ৷ এখন রুপোর তৈরি খড়্গ শোভা পায় রায়চৌধুরী বাড়ির দেবী দশভুজার হাতে। ষষ্ঠীর সন্ধ্যায় পুরনো কাঠামোয় নতুন