Rabindra Sarovar

রবীন্দ্র সরোবরে ছাড়া হবে ২০০০ মাছ

গত ২৪ সেপ্টেম্বর রবীন্দ্র সরোবরে ভেসে উঠেছিল দেড় টন মরা মাছ। এই ঘটনা দেখে আশঙ্কিত পরিবেশবিদরা। অক্সিজেনের অভাবেই কি এত মাছের মৃত্যু? নাকি কোনো রোগ ছড়িয়ে পড়েছে জলাশয়ে? এখনও জানা যায়নি এই মৃত্যুর কারণ, পরীক্ষা নিরীক্ষা চলছে। ইতিমধ্যেই শুরু হয়েছে লেকের জল পরিষ্কারের কাজ। সেই কাজ শেষ হলে রবীন্দ্র সরোবরে ছাড়া হবে ২০০০ মাছ।