PM awas yojona

আবাস যোজনা প্রকল্পে জারি ১১ দফা নির্দেশিকা

আবাস যোজনা প্রকল্পে কোনওরকম বিতর্ক এড়াতে তালিকা যাচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে রাজ্য সরকার আরও একবার নির্দেশিকা জারি করেছে। পঞ্চায়েত দফতর থেকে সব জেলা সমীক্ষকদের কাছে পাঠানো এগারো দফা নির্দেশিকায় অভিযোগ নিষ্পত্তি সেল থেকে আসা নামগুলিকে পুনরায় যাচাই করার কথা বলা হয়েছে। যেসব নাম বাতিল করা হয়েছে সেগুলি পুনরায় সরেজমিনে পরীক্ষা করার কথা বলা হয়েছে।

‘আবাস যোজনা’র নাম করে মানুষকে মিথ্যা টোপ বিজেপির

‘আবাস যোজনা’য় দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যে ভোটের মরশুমে মানুষকে মিথ্যা টোপ দিয়ে কাছে পেতে চাইছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের ১১ লক্ষ আবাস-উপভোক্তাকে ফোন করে নতুন করে আবেদন করার টোপ দিচ্ছে বিজেপি। বঙ্গ বিজেপির নাম করে ফোনের মাধ্যমে বলা হচ্ছে, ‘ফের নতুন করে অনলাইনে আবেদন করুন! বার্তা পৌঁছে যাবে মোদি সরকারের কাছে। মিলবে