Pabakhali

ভোগে ডাল-ভাত! প্রদীপের শিখা সোজা হলে দুর্গাপুজো শুরু হয় কৃষ্ণগঞ্জের রায়চৌধুরী পরিবারের

৪০০বছর ধরে নদিয়ার কৃষ্ণগঞ্জের পাবাখালির রায়চৌধুরী পরিবারে পুজো করা হচ্ছে দুর্গার। একসময়ে বাংলাদশেরের যশোর জেলার মহেশপুরের জমিদার বাড়িতে এই পুজোর সূচনা হয়। পরে এপার বাংলায় উমা আরাধনার আয়োজন করা হয়। জাগ্রত দেবীর দুটো হাত দেখা গেলেও ,বাকি হাত দৃশ্যমান নয়। এখনও গ্রাম-গ্রামান্তরের মানুষ এই বনেদী পরিবারের পুজো দেখতে আসেন। সনাতন পদ্ধতিতে পুজোপাঠ করা হয় নদিয়ার