Old House

নতুন বাড়িতেও জায়গা পাবেন ভাড়াটেরা

সম্প্রতি কলকাতায় একটি পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হয় এক মহিলার। সেই দুর্ঘটনাতেই গুরুতর আহত হন মহিলার স্বামী ও সন্তান। সেই পরিবার ভাড়া থাকত পুরনো বাড়িটিতে। তবে সেই ভাঙা বাড়ির জায়গায় নতুন বাড়ি গড়ে উঠলে বাবা-ছেলে কি সেখানে থাকতে পারবে? সেই প্রশ্নের উত্তরে পুরসভার তরফে একটি নয়া আইন আনা হয়েছে। সেই আইনে স্বার্থরক্ষা করা হবে ভাড়াটেদের।

বিপজ্জনক নোটিশ সমেত ভেঙে পড়ল বাড়ি

পুরসভা বিপজ্জনক নোটিশ দিয়েছিল আগেই। মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উত্তর কলকাতার গিরিশ পার্কের ৮ নম্বর বলরাম দে স্ট্রিটের সেই তিনতলা বাড়ি। বিকট আওয়াজে চমকে গেলেন প্রতিবেশীরা, বাইরে এসে দেখলেন চারিদিকে ধুলো। প্রায় দেড়শো বছরের পুরনো বাড়ি একেবারে ছাদ থেকে নিচ পর্যন্ত হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করেছে। পুলিস, দমকল ও পুরসভার যুগ্ম তৎপরতায় বাড়ির ভিতরে থাকা