Mitra Bari

মিত্র বাড়ির ২১৬ বছরের দুর্গাপুজো

উত্তর কলকাতার নীলমণি মিত্র স্ট্রিটে ২১৬ বছর ধরে মা দূর্গার আরাধনা হয়ে আসছে মিত্র বাড়িত। এখানে সন্ধিপুজোয় নীলফুলে সেজে ওঠেন দেবী। পদ্মফুল দিয়ে নয়, রীতি মেনে ১০৮টি অপরাজিতা ব্যবহার করা হয়। এই বাড়ির নৈবেদ্যতেও রয়েছে বিশেষত্ব। বছরের প্রথম কুল দিয়ে মায়ের জন্য বানানো হয় আচার। পাশাপাশি নৈবেদ্যে দেওয়া হয় আট রকমের বড়ি।