Kolkata Durga Puja

পুজো কমিটিদের আইন মানার অনুরোধ রাজ্য বিদ্যুৎ বোর্ডের

পুজো আসতে আর এক মাস ও বাকি নেই। পুজোর সময় মানুষ যাতে লোডশেডিং এর দুর্ভোগে না পড়েন সেজন্য বেশ কিছু উদ্যোগ নিচ্ছে রাজ্য বিদ্যুৎ বোর্ড। পুজো কমিটিগুলোর জন্য তারা ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। • বিদ্যুৎ সংযোগের জন্য অন্তত দশদিন আগে আবেদন করতে বলা হয়েছে। • নির্ধারিত মূল্যে ধার্য্য হবে সাময়িক সংযোগের খরচ এবং

এবার সপ্তমী থেকেই ভাসতে পারে বাংলা, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের

করোনার প্রভাব কাটিয়ে দু’বছর পর স্বমহিমায় ফিরছে বাংলার দুর্গোৎসব। তবে সেই উৎসবের উৎসাহে জল ঢালতে চলেছে অসুর বৃষ্টি

তিন নবপত্রিকায় দূর্গা পুজো হয় বাঁকসার মিত্র বাড়িতে

আরেকটি রীতি অনুযায়ী ঠাকুরদালানের একটি চতুষ্কোণ জায়গায় মাটি ও কিছু বীজ ফেলা হয়, যার থেকে অংকুর বেরোয়। একে শুভ হিসেবে ধরা হয় কারণ মিত্রদের বাণিজ্য কৃষি নির্ভর