Kojagori Lokkhi Pujo

হাওড়ার এই গ্রামে দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্মীপুজোয়

হাওড়া জেলার শেষ সীমান্তে আমতা দু’নম্বর ব্লক ও জয়পুর থানা। এই এলাকার মধ্যেই খালনা গ্রামের অবস্থান। এই গ্রামে হাতে গোনা কয়েকটি দুর্গা ও কালীপুজো অনুষ্ঠিত হয়। তবে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীপুজো বিখ্যাত। খালনা গ্রামটি আমতা বিধানসভা এলাকার মধ্যে পড়ে। আমতার বিধায়াক সুকান্ত পাল বলেছেন, “খালনা গ্রামের লক্ষ্মীপূজো আমাদের গর্ব। লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে।