Indian Constitution

‘নতুন সংবিধান’ থেকে বাদ দুটি শব্দ

গতকাল থেকে নতুন সংসদ ভবনে বসছে বিষয়ে অধিবেশন। নতুন সংসদ ভবনে প্রবেশের সময় সকল সাংসদদের উপহার দেওয়া হয়েছে দেশের ‘নতুন সংবিধান’ এর কপি। কিন্তু গন্ডগোল সেই কপিতেই। জানা গেছে ‘নতুন’ সংবিধানের মুখবন্ধ (Indian Constitution Preamble) থেকে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতন্ত্র’ শব্দ দু’টি বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। লোকসভায় ওই প্রসঙ্গ উত্থাপন করেছেন কংগ্রেসের দলনেতা