Fire Brigade

NRS হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকল

আজ সকালে কলকাতার NRS হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের ল্যাবে ধোঁয়া দেখা যায়। ধোঁয়া ঘিরেই আতঙ্ক ছড়ায় হাসপাতালের অন্য বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। কোনো হতাহতের খবর নেই, নিরাপদেই আছেন রোগী-চিকিৎসক সকলেই। শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে অনুমান দমকলকর্মীদের।

সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে আগুন উড়িষ্যায়

উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনে আগুন লাগল সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে। সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসের বি-৫ বগিতে আগুন লাগার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া চোখে পড়ার পর ট্রেনের যাত্রীদের উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনে নেমে যেতে বলা হয়। রেলওয়ের কর্মকর্তারা আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীদের জানান। ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে আসে আগুন। তারপর ট্রেনটি স্টেশন থেকে রওনা দেয়।