Empty Classrooms

পড়ুয়ার অভাবে বন্ধের মুখে আট হাজার স্কুল

“আছে ক্লাসরুম, আছে চক,আছে টিচারের বক-বক” শুধু দেখা নেই পড়ুয়াদের। বাংলার ৮,২০৭ স্কুলে পড়ুয়ার সংখ্যা ঠেকেছে তলানিতে। রাজ্যের কয়েক হাজার স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা নেমে গিয়েছে ৫০ এর নিচে। আর তার মধ্যে ২২৬টি স্কুলে পড়ুয়ার সংখ্যা শূন্য। সরকারি সূত্রের দাবি, এই পড়ুয়া কমে যাওয়ার জন্য দায়ী জন্মহার হ্রাস এবং বেসরকারি স্কুলের বাড়বাড়ন্ত। এমন অবস্থায় স্কুল