Eco Freindly Pujo

উত্তর কলকাতার কিছু পুজোর থিম একনজরে (পর্ব ১)

পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে কোথাও মণ্ডপ সেজে উঠছে কাগজের ঠোঙায়। কোথাও আবার মণ্ডপসজ্জায় দেদার ব্যবহৃত হচ্ছে প্লাস্টিক, থার্মোকলের উপকরণ। শহরের বড় পুজোগুলির একটি বড় অংশ মণ্ডপ তৈরিতে প্লাস্টিক বর্জন করলেও, তবে অপেক্ষাকৃত কম বাজেটের পুজোগুলিতে অবাধ প্লাস্টিকের ব্যবহার খুবই আশঙ্কাজনক। যা নিয়ে পুজোর উদ্যোক্তাদের ভূমিকার পাশাপাশি প্রশ্ন উঠছে নজরদারি নিয়েও। উত্তর কলকাতার তেলেঙ্গাবাগান পরিবেশ সচেতনতার