দ্রোহ কার্নিভালে উদ্দাম নৃত্য, দুর্ভোগ পোহাতে হল মানুষকে
পুজো কার্নিভালের পাশাপাশি তিলোত্তমার বুকে হলো দ্রোহের কার্নিভাল। দ্রোহের কার্নিভালপ্রতিবাদের মিছিলের ব্যানারে লেখা ছিল —‘বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ’।ধর্মতলা অবরুদ্ধ করে ২০টি ঢাক বাজিয়ে, হাজার কালো বেলুন উড়িয়ে ‘উৎসবে’ শামিল হলেন আন্দোলনকারীরা। চলল দেদার নাচ-গান, হাততালি, কোলাকুলি। তার জেরে ভুগতে হল আম জনতাকে। যানজটে নাকাল হয়ে অফিস থেকে বাড়ি ফেরার পথে অতিরিক্ত দু’-আড়াই ঘণ্টা …