Closed Mines

খনি – খাদানে মাছ চাষে ভর্তুকি দেবে রাজ্য

এবার মাছ চাষ হবে খনিতে। রাজ্যজুড়ে অনেক পরিত্যক্ত খোলা মুখ খনি আছে। সেখানেই মাছ চাষে উৎসাহ দেবে বাংলার সরকার। সরকারের নতুন মৎস্য নীতিতে রয়েছে এই প্রস্তাব। এর সঙ্গে এই ক্ষেত্রে বেসরকারি লগ্নি টানতেও উদ্যত হবে সরকার। এই উদ্যোগের পেছনে মূল লক্ষ্য দুটি, (১) বাংলায় মাছের ফলন বাড়ানো, (২) কর্মসংস্থান বৃদ্ধি করা। মৎস্য নীতিতে বলা রয়েছে