Chhat Puja

ছট পুজোয় আগুন বাজারদর

উৎসবের মরশুম শেষ লগ্নে এসে পড়েছে, ছটপুজো দিয়েই এর অন্ত। কিন্তু এর মধ্যেই আগুন লেগেছে মানুষের নিত্যপ্রয়োনীয় সামগ্রীর দামে, যার জেরে পকেট পুড়ছে সাধারণ মানুষের। কলকাতা এবং শহরতলি জুড়ে বিভিন্ন বাজারে মূল্যবৃদ্ধি ঘটেছে ফল-মূল সবজির। চন্দ্রমুখী আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, জ্যোতি আলুর দাম ৩৫ টাকা কেজি। পেঁয়াজ ৭০ টাকা, টম্যাটো ৮০ টাকা,