chandannagar

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা

কারও মতে, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রীপুজো শুরু করেছিলেন। কিংবদন্তি অনুসারে তখন নবাব আলিবর্দির রাজত্বকাল। সে-সময়ে একবার রাজার কাছ থেকে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করা হয়। নজরানা দিতে অপারগ হলে রাজাকে বন্দি করে মুর্শিদাবাদে (মতান্তরে মুঙ্গেরে) নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর নদীপথে কৃষ্ণনগরে ফেরার সময় ঘাটে বিজয়াদশমীর বিসর্জনের বাজনা