Bhatri Dwitiya

ভাইফোঁটার ইতিহাস জানেন?

আগামীকাল ভাইফোঁটা। নতুন জামা কাপড় পরে দিদিরা ভাইদের কপালে ফোঁটা দিতে দিতে বলবে, “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা”। কার্তিক মাসের অমাবস্যার পরে দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভাতৃদ্বিতিয়া। ধান, দূর্ব, প্রদীপ দিয়ে সাজানো থালা নিয়ে ভাইদের মঙ্গলকামনায় বসেন দিদিরা। চতুর্দশ শতাব্দীতে সর্বানন্দসুরী নামক এক পন্ডিতের পুঁথি ‘দীপোৎসবকল্প’ জানাচ্ছে যে জৈন ধর্মের প্রচারক মহাবীর