৩৪৩ বছরের এই দুর্গার সিংহ আছে, কিন্তু লক্ষ্মী সরস্বতীর বাহন নেই
বসিরহাটজুড়ে রয়েছে একাধিক বারোয়ারি ও বনেদি পুজো। সেগুলির অন্যতম হাড়োয়ার গোপালপুরের হড়চৌধুরীদের পুজো। ১৬৮০ সালে এ পরিবারের রত্নেশ্বর হড়চৌধুরী রাজা কৃষ্ণচন্দ্রের কাছে কাজ করতেন। তাঁর কাজে মুগ্ধ হয়ে কৃষ্ণচন্দ্র কিছু জমি দান করেন। জমি পাওয়ার পর পুজো শুরু করেন রত্নেশ্বর। সেই থেকে আজও একইভাবে দুর্গাপুজো হয়ে আসছে।এবার ৩৪৩ বছরে পড়ল হাড়োয়ার গোপালপুরের হড়চৌধুরী বাড়ির দুর্গাপুজো।এই …