Barasat

জনপ্রিয়তার নিরিখে কালীপুজো মানেই বারাসত,কিভাবে শুরু হল দীপান্বিতার আরাধনা?

কলকাতার যেমন দুর্গাপুজো, চন্দননগর-কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। তেমনই জনপ্রিয়তার নিরিখে কালীপুজো মানেই বারাসত। তার পর নৈহাটি ও মধ্যমগ্রাম তো রয়েছেই। কিন্তু উত্তর ২৪ পরগনার এই মহকুমার কালীপুজোর ব্যাপারই আলাদা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে, বারাসতে কালীপুজোর রমরমা কীভাবে হল, কীভাবে শুরু হল সেখানে দীপান্বিতার আরাধনা? বারাসতে কালীপুজো শুরু হয়েছিল উদ্বাস্তুদের হাত ধরে। সহায়-সম্বলহীন মানুষজন শুরু করেন