বাংলা বিভাগে ফিরে যান

জলস্বপ্ন’ প্রকল্পে গতি বাড়ল ছ’গুণ

সেপ্টেম্বর 28, 2021 | < 1 min read

বিভিন্নভাবে ব্যয় নিয়ন্ত্রণের মধ্যেও রাজ্যের অন্যতম বড় ও চালু প্রকল্প ‘জলস্বপ্ন’-এ টাকার ঘাটতি রাখতে চাইছে না নবান্ন। নির্ধারিত পাঁচ বছরের মধ্যে কাজ শেষ করার তাগিদে নতুন সরকার গঠন করেই প্রকল্পটিকে নিজেদের তত্ত্বাবধানে এনেছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।

সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, গত মে থেকে অগস্ট পর্যন্ত ওই প্রকল্পের গতি বেড়েছে প্রায় ছ’গুণ।

সরকারি রিপোর্ট অনুযায়ী, মে মাসে ঘরে ঘরে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার সংখ্যা ছিল প্রায় ৪১ হাজার। জুনে তা দ্বিগুণেরও বেশি বেড়ে হয় প্রায় ৮৩ হাজার। জুলাই এবং অগস্টে সেই সংখ্যা আরও বেড়ে হয় যথাক্রমে প্রায় ১.৬৩ লক্ষ এবং ২.৩৮ লক্ষ।

উল্লিখিত প্রথম দু’মাসে গোটা দেশের মধ্যে বাংলার অবস্থান ষষ্ঠ হলেও জুলাই এবং অগস্টে তা হয় যথাক্রমে পঞ্চম এবং প্রথম। গত বছর থেকে এ-পর্যন্ত এই প্রকল্পে প্রায় ২১ লক্ষ ৬০ হাজার জল-সংযোগ দেওয়া হয়েছে।

বাংলার প্রতিটি পরিবারে যাতে পরিস্রুত পানীয় জল পায়, সেজন্য বদ্ধ পরিকর রাজ্য সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare