বাংলা বিভাগে ফিরে যান

তৃণমূলের ঘাঁটিতে বুথ সামলানোর দায়িত্ব শুভেন্দুকে

মে 17, 2023 | < 1 min read

দক্ষিণ কলকাতা তৃণমূলের দুর্গ। সেই দুর্গের দেওয়াল ভাঙা দূরের কথা, আঁচড় কাটতেও ব্যর্থ হয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের এক বছর আগে দক্ষিণ কলকাতা কেন্দ্রে বুথ স্বশক্তিকরণ অভিযান করতে চলেছে বিজেপি। এই অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারেই দক্ষিণ কলকাতার তিন বিধানসভায় বৈঠক করেছেন নন্দীগ্রামের বিধায়ক। রাসবিহারী, বেহালা পূর্ব ও পশ্চিম কেন্দ্রে বৈঠক করে বুথ স্তরের কর্মীদের কাছে বাস্তব পরিস্থিতি জানতে চেয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই বুথ স্তরের নেতা ও কর্মীরা শুভেন্দুকে জানিয়েছেন, ২০২১ সালের হাওয়া আর নেই, বুথ স্তরের অনেক কর্মী নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন।

বিজেপিতে যোগ দেওয়ার আগে প্রায় ২০ বছর তৃণমূলের নানা দায়িত্ব সামলেছেন শুভেন্দু। কিন্তু কখনো দক্ষিণ কলকাতার কোনও দায়িত্ব সামলাননি তিনি। হঠাৎ এই দায়িত্ব ভাবাচ্ছে শুভেন্দু অনুগামীদের। তবে এই পানিশমেন্ট পোস্টিংয়ের মাধ্যমেই কি শুভেন্দুকে সাইডলাইন করা শুরু হলো বিজেপিতে, বলবে সময়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সঙ্কটে মুকুল রায়
FacebookWhatsAppEmailShare
চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare