মণিপুরের সঙ্গে তুলনা নয়! সন্দেশখালি নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্ট
সন্দেশখালি কাণ্ডের সিবিআই তদন্তের আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, মণিপুরের মতো নৃশংসতা দেখা যাচ্ছে সন্দেশখালিতে। তাই মণিপুরের ধাঁচেই সিট গঠন করে তদন্ত শুরু হোক। সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলার শুনানি হয় বিচারপতি বিভি নাগারথনা এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে।
বিচারপতিদের পর্যবেক্ষণ, মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা হয় না। ডিভিশন বেঞ্চের বক্তব্য, হাই কোর্ট ইতিমধ্যেই একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিষয়টি দেখছে। কী প্রক্রিয়ায় তদন্ত হবে, তারা সেই সিদ্ধান্ত নিচ্ছে।
সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা তো হাই কোর্টের রয়েছে। তাই মামলাকারী সেখানেই মামলা করতে পারতেন। পরে বিচারপতিদের নির্দেশ মেনে মামলাটি প্রত্যাহারও করে দেন মামলাকারী।