সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ বাদের আবেদন ‘অযৌক্তিক’, মামলাই খারিজ সুপ্রিম কোর্টের
নভেম্বর 26, 2024 < 1 min read
ভারতীয় সমাজ ব্যবস্থায় সাম্য থেকে শুরু করে ন্যায় বিচারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ধর্মনিরপেক্ষতা। সংবিধানে দেশকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তার সঙ্গে ধর্মনিরপেক্ষতার নিবিড় যোগাযোগ। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সংবিধানের মুখবন্ধ থেকে ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি বাদ দেওয়ার আবেদন করে মামলা হয়েছিল সর্বোচ্চ আদালতে।আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দেওয়ার সময় দুটি পুরনো মামলার উল্লেখ করেন।
প্রথমে ১৯৭৩ সালে এবং পরে ১৯৯৪ সালে হওয়া দুটি মামলায় আদালত জানিয়েছিল ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানের ভরবিন্দু।প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের অভিমত, সংবিধানের প্রস্তাবনায় সংশোধন আনার ক্ষমতা সংসদের আছে। পরবর্তীকালে আনা সংশোধনী অতীতে তৈরি প্রস্তাবনায় সংসদের অন্তর্ভুক্তির ক্ষমতা নিয়ে মামলায় প্রশ্ন তোলা হয়।
এত বছর বাদে ওই অন্তর্ভুক্তি খারিজ করা যায় না বলেও অভিমত আদালতের।উল্লেখ্য, জরুরি অবস্থা চলাকালীন অধিকাংশ বিরোধী নেতা যখন কারাবন্দি অথবা পলাতক, তখন সংসদের বিশেষ অধিবেশনে ওই শব্দ দুটির অন্তর্ভুক্তি করা হয়, তা নিয়েই প্রশ্ন ওঠে। সেই ৪২তম সংশোধনী সম্পর্কিত মামলার শুনানি শেষ হয় ২২ নভেম্বর। সোমবার রায়দান করল শীর্ষ আদালত। বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য আবেদনকারীদের প্রার্থনাও বেঞ্চ খারিজ করেছে।
5 days ago
5 days ago
5 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -5 days ago
5 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -