নেতাজি অন্তর্ধান রহস্য, তদন্তের আর্জি খারিজ
নভেম্বর 19, 2024 < 1 min read
বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুর তদন্তের দাবিতে দায়ের করা পিআইএল শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট। পাশাপাশি আবেদনকারীকেও তিরস্কার করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেন, সুপ্রিম কোর্ট সব কিছুর জন্য নিরাময় নয়, আমরা সব বিষয়ে বিশেষজ্ঞ নই। আদালত বলেন, এ ধরনের বিষয়ে আদালত সিদ্ধান্ত দিতে পারে না এবং সরকার চালানো বিচার বিভাগের কাজ নয়।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চ আবেদনটি বিবেচনা করতে অস্বীকার করেন এবং আবেদনকারীকে উপযুক্ত ফোরামের কাছে যেতে বলেন।নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন পিনাকপাণি মোহন্ত নামে এক রাজনীতিক। মামলাকারীর আবেদন ছিল, নেতাজির নিরুদ্দেশ নিয়ে স্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তাঁর মৃত্যুও রহস্যে মোড়া। ওই মামলাকারীর আরও দাবি ছিল, আজাদ হিন্দ ফৌজই ভারতের স্বাধীনতার কারিগর।
এ কথা স্বীকার করুক কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্ট তা ঘোষণার করতে নির্দেশ দিক কেন্দ্রকে। মামলাকারীকে ভর্ৎসনা করে বিচারপতি বলেছেন, ”আমরা সব বিষয়ের বিশেষজ্ঞ নই। আপনি নিজে তো রাজনৈতিক নেতা। নিজের দলকে বলুন এই ইস্যুতে সরব হতে। সুপ্রিম কোর্টে সব রোগের ওষুধ নেই। সরকার চালানো কোনওভাবেই আদালতের কাজ নয়।”
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...