নির্বাচনী বন্ড নিয়ে এসবিআইকে নির্দেশ সুপ্রিম কোর্টের
নির্বাচনী বন্ড নিয়ে কড়া নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে এসবিআইকে বাড়তি সময় দিল না সুপ্রিম কোর্ট। ১২ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য জাতীয় নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে।
১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। আদালত এসবিআইকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে যেন ওই বন্ড দেওয়া বন্ধ করে তারা। এছাড়াও আদালত নির্দেশ দেয়, নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য ৬ মার্চের মধ্যে আদালতকে জানাতে হবে।
কিন্তু তথ্যপ্রকাশের জন্য অতিরিক্ত সময় চায় এসবিআই। যা আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এসবিআইয়ের কাছ থেকে যাবতীয় তথ্য পাওয়ার পর আগামী ১৫ মার্চ বিকেল পাঁচটার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে।
নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামাও কমিশনকে তাদের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছে সাংবিধানিক বেঞ্চ।