দেশ বিভাগে ফিরে যান

হস্তক্ষেপ করল না আদালত, ঋতুকালীন ছুটি নিয়ে কেন্দ্রকে নীতি গ্রহণের নির্দেশ

জুলাই 9, 2024 | < 1 min read

কর্মক্ষেত্রে ঋতুকালীন ছুটি নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে।

শুনানিতে প্রধান বিচারপতি জানান, “এই ধরনের ছুটি বাধ্যতামূলক করা হলে কর্মক্ষেত্র থেকে পিছিয়ে পড়তে পারেন মহিলারা। তাঁদের কর্মক্ষেত্র থেকে দূরে রাখা হবে৷ আমরা তা চাই না৷ আমরা নারীদের সুরক্ষার জন্য চেষ্টা করি। এমন কিছু করে যদি তাঁদের অসুবিধা হয়, সেই কাজ আমরা করতে পারি না।এটি আসলে কেন্দ্রের নীতি নির্ধারণের বিষয়। এটা আদালতের দেখার বিষয় নয়।”

আইনজীবী শৈলেন্দ্র ত্রিপাঠি এই জনস্বার্থ মামলাটি করেছিলেন। এদিন আদালতে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী রাকেশ খান্না। তাঁকে এই আবেদন নিয়ে, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল, ঐশ্বর্য ভাটির কাছে যাওয়ার অনুমতি দিয়েছে বেঞ্চ।

সেই সঙ্গে, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিবকে বিষয়টি বিবেচনা করার জন্য এবং এই বিষয়ে একটি নীতি প্রণয়ন করা যেতে পারে কিনা, তা যাচাই করার নির্দেশ দিয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare
অলিম্পিকের সময়ে মোদির ফোন না ধরা নিয়ে বিস্ফোরক ভিনেশ
FacebookWhatsAppEmailShare
হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন, দিল্লির ঘটনায় চাঞ্চল্য
FacebookWhatsAppEmailShare