রাজনীতি বিভাগে ফিরে যান

কংগ্রেসের ‘টাস্ক ফোর্স ২০২৪’-এর থেকে ভোটকুশলী সুনীল কানুগোলুর ইস্তফা

জানুয়ারি 15, 2024 | < 1 min read

ভোটকুশলী প্রশান্ত কিশোরের ‘সতীর্থ’ সুনীল কানুগোলু এ বার লোকসভা ভোটে কংগ্রেসের দায়িত্ব ছাড়তে চলেছেন বলে দলের অন্দরে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করার দায়িত্বপ্রাপ্ত ‘টাস্ক ফোর্স ২০২৪’- থেকে ইস্তফা দিয়েছেন সুনীল কানুগোলু।


২০২২ সালের মে মাসে সনিয়া গান্ধী ২০২৪-এর লোকসভার প্রস্তুতি শুরু করার লক্ষ্যে কংগ্রেসের ‘টাস্ক ফোর্স ২০২৪’ গঠন করেছিলেন। সেই টাস্ক ফোর্সে ছিলেন সুনীল কানুগোলু।
গত বছর কর্নাটক এবং তেলঙ্গানার বিধানসভা ভোটে কংগ্রেসের জয়ে তাঁর ‘বড় ভূমিকা’ ছিল ।

কিন্তু রাজস্থানের অশোক গহলৌত, মধ্যপ্রদেশের কমল নাথ, ছত্তীসগঢ়ের ভূপেশ বঘেল সুনীলের উপদেশ মেনে প্রচার করেননি। কংগ্রেসের ওই নেতার নিজেদের পরিকল্পনা মেনে প্রচার করেছিলেন। এই তিন রাজ্যেই বিধানসভা ভোটেই ধরাশায়ী হয় কংগ্রেস। এর পরেই দলের প্রবীণ নেতাদের সঙ্গে সুনীলের ‘দূরত্ব’ তৈরি হয়েছিল বলে জল্পনা। লোকসভা ভোটের প্রচারকৌশল তৈরির ক্ষেত্রে তাঁর অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কংগ্রেসের একাংশ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আজ বুদ্ধিজীবীদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর
FacebookWhatsAppEmailShare
বিরোধীদের ছাড়াই ভাষণ দিলেন মোদী
FacebookWhatsAppEmailShare
এফআইআরে নামই নেই হাথরাসের ঘটনায় অভিযুক্ত ভোলে বাবার
FacebookWhatsAppEmailShare