সুন্দরবনে বোট ক্লিনিক
সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করছে ‘মিশন টোটাল হেল্থ’। সুন্দরবনের পাথরপ্রতিমায় এই প্রকল্পের সূচনা করা হয়। প্রতি মাসে এক দিন সুন্দরবনে আয়োজিত হবে স্বাস্থ্য শিবির।
২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন ব্লক থেকে আসা ৫০০ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ দেবে। পাওয়া যাবে বিনামূল্যে ওষুধও। এই শিবিরে আয়োজনে সহায়তা করেছে অ্যাপোলো ফাউন্ডেশন ইন্ডিয়া।
সুন্দরবনের দুর্গম অঞ্চলের মানুষের কাছে পৌঁছোতে নৌকার মধ্যে ‘বোট ক্লিনিক’ এবং ‘রুরাল মেডিক্যাল সেন্টার’ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার দুঃস্থ মানুষদের শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার জন্য স্বনির্ভর গোষ্ঠী তৈরি করায় জোর দেওয়া হচ্ছে।