হিংসায় মদত শান্তনু-সুকান্তের
রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই ধেয়ে এল জোড়া ‘হুমকি’! বনগাঁর বাগদায় আক্রান্ত কর্মীর পাশে দাঁড়াতে গিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৪ জুনের পর তৃণমূলকে ‘সুদসমেত মার’ ফিরিয়ে দেওয়ার কথা বললেন। আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের কর্মীদের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলতে গিয়ে দিলেন পাল্টা মারের হুঁশিয়ারি।
দুই বিজেপি নেতার এইরকম মন্তব্য স্পষ্টতই ‘উস্কানিমূলক’ বলে অভিযোগ করেছে তৃণমূল। রাজ্যে আর মাত্র একটি দফার ভোট বাকি। তার আগে এই ধরনের হুমকি বিভিন্ন এলাকায় তৃণমূল-বিজেপির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।