বাংলা বিভাগে ফিরে যান

রাজ্যকে এড়িয়ে সিএএ করার দাবি সুকান্ত মজুমদারের

ফেব্রুয়ারি 22, 2022 | < 1 min read

‘মতুয়া গড়’ বনগাঁয় ভোটপ্রচারে এসে নাগরিকত্ব ইস্যুকে উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, ‘নবান্নের বিরোধিতার জন্যই বাংলায় সিএএ কার্যকর করা যাচ্ছে না। তবে আজ হোক কিংবা কাল, উদ্বাস্তু সহ মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। রাজ্য সরকারের জন্য দেরি হচ্ছে। তাই স্বরাষ্ট্র মন্ত্রককে এর জন্য ভিন্ন উপায় ভাবতে হচ্ছে।’


কী এই ভিন্ন উপায়? তা অবশ্য খোলসা করেননি সুকান্তবাবু। যা নিয়ে ফের তৈরি হয়েছে বিতর্ক। কেননা, কেন্দ্রীয় এই আইন প্রয়োগের সুনির্দিষ্ট বিধি বা রুলস গত চার বছরেও তৈরি করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকারকে এড়িয়ে কীভাবে এই আইন কার্যকর হবে, তার স্পষ্ট দিশা নেই।


সম্প্রতি দলের নয়া জেলা সভাপতি নিয়োগ ইস্যুতে শান্তনুর নেতৃত্বের হাফ ডজনের বেশি বিজেপি বিধায়ক ‘বেসুরো’ হয়েছিলেন। সিএএ নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও আনা হয়েছিল। তাই পুরভোটের আগে ভোটব্যাঙ্ক নিরাপদ রাখতে মতুয়াদের ক্ষোভে সাময়িক প্রলেপ দিতেই সুকান্তের এই মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare