রাজনীতি বিভাগে ফিরে যান

দিলীপের থেকে মনোনয়ন সংখ্যায় এগিয়ে সুকান্ত

জুন 17, 2023 | < 1 min read

২০১৮ থেকে ২০২৩, অনেকটা বদলেছে বিজেপি। তখন দলের বিধায়ক সংখ্যা ছিল ৩, এখন ৭৫। তখন সাংসদ সংখ্যা ছিল ২, এখন ১৭। ফলে এবার পঞ্চায়েত নির্বাচনে গত বারের তুলনায় বেশি শক্তি নিয়ে লড়াইয়ে নামবে গেরুয়া শিবির সেটা জানা কথা ছিলই। যথারীতি মনোনয়ন পর্বের শেষে দেখা গেল, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার।

দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির প্রার্থী দিয়েছিল ২৮,৪৩০ আসনে, তখন মোট আসন ছিল ৫৮,৬৯২টি। হিসাব বলছে ৪৮.৪৩ শতাংশ আসনে প্রার্থী দিতে পেরেছিলেন দিলীপ ঘোষ।
আসন পুনর্বিন্যাসের কারণে এবার পঞ্চায়েত নির্বাচনে তিনটি স্তর মিলিয়ে মোট আসন ৭৩,৮৮৭। যার মধ্যে বিজেপির মনোনয়ন জমা পড়েছে ৫৬,৩২১টি। অর্থাৎ, সুকান্ত মজুমদারের নেতৃত্বে ৭৬.২২ শতাংশ আসনে মনোনয়ন জমা পড়েছে।

তবে সুকান্ত শিবিরের বক্তব্য, তখনকার পরিস্থিতির সঙ্গে বর্তমানের তুলনা চলে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বড় সাফল্য এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দলন হয়ে ওঠার পর পঞ্চায়েতে শক্তি বৃদ্ধি হওয়া খুবই স্বাভাবিক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আজ বুদ্ধিজীবীদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর
FacebookWhatsAppEmailShare
বিরোধীদের ছাড়াই ভাষণ দিলেন মোদী
FacebookWhatsAppEmailShare
এফআইআরে নামই নেই হাথরাসের ঘটনায় অভিযুক্ত ভোলে বাবার
FacebookWhatsAppEmailShare