বিদ্যুৎ বিল ছাড়ে মিলছে সাড়া
সম্প্রতি বাড়ির বিদ্যুৎ সংযোগ ও কৃষিক্ষেত্রে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা সুদ-সমেত বিলের ৫০% মকুব করার সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার।
বাদ যাবে সমস্ত রকমের সারচার্জ।
বাকি ৫০% টাকা একবারে দিতে হবে গ্রাহককে।
আর এবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে সাড়া মিলতে শুরু করল বিদ্যুতের বকেয়া বিল মকুবের সুবিধাতেও।
কার্যত অর্ধেক টাকা দিয়ে বিদ্যুতের বকেয়া বিল মিটিয়ে দেওয়ার এই সুযোগে শিবিরে আসা অনেকেই খুশি।
কিন্তু এর ফলে, যেসব গ্রাহক নিয়মিত বিল মেটান তাদের মধ্যেও বকেয়া রাখার প্রবণতা তৈরী হবে।
পাশাপাশি, এই প্রদ্ধতিতে একপ্রকার ঘুরপথে নিজেদের ঘাটতির বোঝা বণ্টন সংস্থার উপরে চাপিয়ে দিচ্ছে রাজ্য, এই প্রশ্ন ও উঠছে।