NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

ধর্মঘট প্রত্যাহার, কবে কমবে আলুর দাম?

ডিসেম্বর 4, 2024 < 1 min read

সরকারের আবেদনে সাড়া দিয়ে ধর্মঘট তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তবে আগামিকালও ধর্মঘট বহাল থাকছে। আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক জানিয়েছেন, বুধবার রাতে হিমঘর থেকে আলু সরবরাহ হবে বাজারে৷

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় এদিন বলেন, “বর্ধমান সদরে আলু ব্যবসায়ী সমিতির ভবনে পূর্ণাঙ্গ রাজ্য কমিটির সদস্যদের নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। সকল সদস্যের সহমতে বিভাগীয় মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হল। সোমবার খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না-সহ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়। সেখানেই বলা হয়েছিল, যদি আমরা ধর্মঘট তুলে নিই, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভিন রাজ্যে আলু রফতানির বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে এবং ধাপে ধাপে আলু ছাড়ার ব্যবস্থা করবে সরকার।”

সূত্রের দাবি, বৈঠকে মন্ত্রী আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদের ভিনরাজ্যে আলু রপ্তানির দাবিদাওয়া মুখ্যমন্ত্রীকে জানাবেন। এদিকে ধর্মঘটের ডাক দিতেই রাজ্যের বিভিন্ন বাজারে প্রতি কেজি আলুর দাম ন্যূনতম দু টাকা করে বেড়েছে। ফলে সাধারণ মানুষের হেঁসেলে আগুন লেগেছে। সেই কথা মাথায় রেখেই ধর্মঘট প্রত্যাহারের পথে হাঁটলেন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায় জানান, “মন্ত্রী আমাদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন। এদিকে ধর্মঘটের ফলে আলুর দামও বেড়েছে। মন্ত্রীর আশ্বাস ও আমজনতার অবস্থার কথা মাথায় রেখেই ধর্মঘট প্রত্যাহার করা হল।”

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল বিধায়কদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ

FacebookWhatsAppEmailShare

বাংলার প্রাপ্য টাকা দেয় না নয়াদিল্লি, অর্থ কমিশনের বৈঠকে কেন্দ্রের বঞ্চনায় সরব মমতা

FacebookWhatsAppEmailShare

ধর্মঘটে অনড় আলু ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে রাজ্য

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...