ধর্মঘটে অনড় আলু ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে রাজ্য
ডিসেম্বর 3, 2024 < 1 min read
আলু ব্যবসায়ীদের সঙ্গে সরকারি তরফে বৈঠকে সোমবার কোনও সমাধান সূত্র মেলেনি। মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট বহাল থাকছে। ফলে আলুর দাম বাড়ার আশঙ্কা রয়েই গেল। এমনিতেই বাজারে জ্যোতি আলু ৩২ ও চন্দ্রমুখী আলু ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। কোনও কোনও বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। সোমবার খাদ্য দফতরে আলু ব্যবসায়ীদের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও সরকারি আধিকারিকদের বৈঠক হয়। কিন্তু ভিন রাজ্যে আলু রফতানিতে অনুমতি না দেওয়ায় ধর্মঘটের পথেই হাঁটছেন ব্যবসায়ীরা। যদিও মন্ত্রীর দাবি, আলু ব্যবসায়ীরা ফের বৈঠক করে সদর্থক ভূমিকা নেবেন। নতুবা সরকার যথাযথ ব্যবস্থা নেবে ৷
যদিও আলু ব্যবসায়ী সমিতির পক্ষে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সভাপতি শুভজিৎ সাহা বলেন, “খাদ্যভবনে সোমবার বৈঠক হয় আলু ব্যবসায়ী সমিতির । সেখানে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আমারও উপস্থিত ছিলাম । ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে সরকার কোনও ছাড় দেয়নি । তাই ব্যবসায়ীরাও ধর্মঘট বহাল রেখেছে । আজও কোন সমাধান সূত্র বের হয়নি ।”কৌশলে রাজ্য সরকারকে চাপে ফেলতে চেয়েছিল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা। তবে সরকারের সিদ্ধান্তের পরে ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।তবে রাজ্য সরকার এবং ব্যবসায়ীদের এই টানাপোড়েনে নাজেহাল সাধারণ মানুষ হিমঘর বন্ধ থাকলে খোলা বাজারে আলুর দাম হু হু করে চড়বে। পাশাপাশি বাজারে মজুত আলু চড়া দামে বিক্রি করবে অসাধু ব্যবসায়ীরা, যার দায় এসে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে।
6 days ago
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের - NewszNow
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের NewszNo...7 days ago
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা - NewszNow
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা NewszNow বাংলা -7 days ago
7 days ago
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা - NewszNow
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা NewszNow খবর -7 days ago
‘বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক’,মোদীকে প্রস্তাব মমতার
বিস্তারিত >
#MamataBanerjee #Assembly #AbhishekBanerjee #TMC #NewszNow