বাংলা বিভাগে ফিরে যান

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধায় গ্যালপিং ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত রেলের

মার্চ 11, 2023 | 2 min read

আগামী ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের সুবিধায় লোকাল ট্রেনের (Local Trains) স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল।

পরীক্ষা শুরু ও শেষের সময়ে ট্রেনের সময়সূচিতে বদল করা হচ্ছে। হাওড়া (Howrah) ও শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনে দাঁড় করানো হবে।

শিয়ালদহ (Sealdah)মেন লাইনের সমস্ত EMU ও প্যাসেঞ্জার ট্রেন পরীক্ষার দিনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে। বনগাঁ (Bongaon) লাইনের ট্রেনগুলি সংহতি হল্ট স্টেশনে থামবে।

তবে যেসব ট্রেন সকাল ৮টা থেকে ১০ ও দুপুর ১টা ১৫ থেকে ৩.১৫ পর্যন্ত চলে, সেই ট্রেনই শুধুমাত্র এইসব স্টেশনগুলিতে থামবে।

এছাড়া যে ট্রেনগুলি স্টপেজ দেবে তার তালিকা:

শিয়ালদহ ডিভিশন:

● ৩১৮১৯ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি লোকাল থামবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়ায় (সকাল ৮.২৪, ৮.৩২, ৮.৪৪এ), ডাউন ট্রেনও থামবে একই স্টেশনে
● ৩১১১১ আপ শিয়ালদহ-কাটোয়া জগদ্দল ও কাঁকিনাড়ায় থামবে (সকাল ৮.৫৭, ৯টা)
● ৩১৯১৬ ডাউন গেদে-শিয়ালদহ লোকাল কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে থামবে (সকাল ৮.৫৬ ও ৮.৫৮এ)
● ০৩১১৬ ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার থামবে কাঁকিনাড়া, জগদ্দল, পলতায় দাঁড়াবে (সকাল ৯.০৭, ৯.০৯, ৯.১৬এ)
● ৩১৫২০ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল জগদ্দলে থামবে (সকাল ৯.৫৪এ)
● ০৩১৮৩ আপ শিয়ালদহ-লালগোলা থামবে জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা স্টেশনে (দুপুর ১.২১, ১.২৯, ২.১৪এ)
● ৩১৮২৪ ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ লোকাল দাঁড়াবে জগদ্দলে (দুপুর ১.২৩)
● ০৩১৯০ ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙা, কাঁকিনাড়া, জগদ্দল, পলতায় (দুপুর ১.২৩, ২.০৯, ২.১২, ২.২২এ)
● ০৩১৯৬ ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার থামবে কাঁকিনাড়া, জগদ্দল, পলতা স্টেশনে (দুপুর ৩.০৯, ১৫.১১, ৩.২০)
● আবার ৩৩৩৬৩ আপ বারাসত-বনগাঁ লোকাল থামবে সংহতি হল্ট স্টেশনে (সকাল ৯.০৭এ)।
● ৩৩৩৬২ ডাউন বনগাঁ-বারাসত লোকাল দাঁড়াবে একই স্টেশনে (সকাল ৯.৫৫)।

হাওড়া ডিভিশন:

● ১৩০১৭/১৩০১৮ গণদেবতা এক্সপ্রেস ও ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস থামবে লোহাপুর স্টেশনে।
● ৩৬৮৩০ বর্ধমান-হাওড়া ইএমইউ লোকাল বেলমুড়ি, জনাই রোড, ডানকুনি স্টেশনে এক মিনিটের জন্য থামবে (সকাল ৮.৩৫এ)।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare