কলকাতা বিভাগে ফিরে যান

বিল্ডিং প্ল্যান অনুমোদনে বড় সিদ্ধান্তের পথে রাজ্য, জানুয়ারি থেকেই কড়া নিয়ম

নভেম্বর 2, 2024 | < 1 min read

বিল্ডিং প্ল্যান অনুমোদন নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে রাজ্য। যুগের সাথে তাল মিলিয়ে এবারে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। জন্য যাচ্ছে, ২০২৫ সালের শুরু থেকে রাজ্যের পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যানের অনুমোদন মিলবে শুধুমাত্র অনলাইনে। অফলাইন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতদিন পুরসভায় গিয়ে বিল্ডিং প্ল্যানের আবেদন করা ও তার অনুমোদন করিয়ে আনা যেত। এ বার থেকে তা আর হবে না। পুরোনো ব্যবস্থায় সম্পূর্ণ বদল হতে চলেছে।জানা যাচ্ছে এর পেছনে একাধিক কারণে রয়েছে।

২০২১ সালের শেষ থেকে বাংলায় অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদনের পরিষেবা চালু হলেও এখনও বেশিরভাগ পুরসভাতেই সেই অফলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন পাচ্ছে। প্রশাসনের মতে এভাবে চললে অবৈধ নির্মাণ ও দালাল দুইয়ের প্রবণতা থেকে যাচ্ছে। তাই গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার।অফলাইনে অনুমোদনের ক্ষেত্রে নিয়মের ফাঁকে এক শ্রেণিকে কিছু অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার চক্র চলে তা বন্ধ করতে চাইছে প্রশাসন। এছাড়া অনলাইনে অনুমোদনের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা মেলে যা অফলাইনের ক্ষেত্রে মেলে না। যেমন, অনলাইনে পাওয়া বিল্ডিং প্ল্যানের শংসাপত্রে কিউআর কোড দেওয়া থাকে।

যা অফলাইনে থাকে না।পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারি থেকেই রাজ্যজুড়ে প্রত্যেকটি পুরসভায় অফলাইনে বিল্ডিং প্ল্যান সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ করে দেওয়া হবে। সব কিছু হবে অনলাইনে। এককথায় এক্ষেত্রে অফলাইন বিষয়টি ‘বেআইনি’ বলে গণ্য হবে। এরপর ধীরে ধীরে আগামী বছরের এপ্রিল থেকে পঞ্চায়েত এলাকাতেও এই অনলাইন ব্যবস্থা চালু হবে বলে সূত্রের খবর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জেডিএফ তহবিলের ৪ কোটি দিক নির্যাতিতার বাবা-মাকে, দাবি জেডিএ-র
FacebookWhatsAppEmailShare
ছট পুজোর জন্য কৃত্রিম জলাধার সহ কী কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানালেন মেয়র
FacebookWhatsAppEmailShare
রাজ্যের পাঁচ মেডিক্যাল কলেজে শুরু ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’
FacebookWhatsAppEmailShare