ডেঙ্গু মোকাবিলায় নতুন নির্দেশিকা রাজ্যের
● ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।
● হাসপাতালগুলিতে ‘ফিভার ক্লিনিক’ পুরোদমে সচল রাখতে হবে।
● যাঁরা জ্বর নিয়ে চিকিৎসার জন্য আসবেন, তাঁদের তথ্য সংগ্রহ করে রাখতে হবে।
● হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীদের জন্য ২৪ ঘণ্টা ল্যাব পরিষেবা চালু রাখতে হবে।
● রোগীদের শারীরিক পরীক্ষা করার পর ওই দিনই রিপোর্ট দিতে হবে।
● ডেঙ্গি আক্রান্ত কিংবা ডেঙ্গি সন্দেহের যে কোনও রোগীকে পরীক্ষার দিনই রিপোর্ট দিতে হবে।
● হাসপাতালে ভর্তি সমস্ত ডেঙ্গি রোগীর রক্ত পরীক্ষা করার পর সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক একটি রিপোর্ট দিতে হবে ল্যাব কর্তৃপক্ষকে।
● রোগীর রক্তে অস্বাভাবিক কিছু থাকলে দ্রুত সতর্ক করতে হবে চিকিৎসকদের।
● ডেঙ্গি নিয়ে যাবতীয় বিষয় পর্যালোচনার জন্য নিযুক্ত থাকবেন এক জন সহকারী সুপার।
● কর্তব্যরত অবস্থায় ডেঙ্গি রোগীদের অবস্থা পর্যালোচনা করে নার্সিং সুপাররা সংশ্লিষ্ট সুপারিনটেন্ডেন্টকে জানাবেন।
● রোগীদের শারীরিক অবস্থা সংক্রান্ত সমস্ত তথ্য বারবার পর্যালোচনা করতে হবে।
● প্রতি সপ্তাহে হাসপাতালে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে হবে কর্তৃপক্ষকে।
● হাসপাতাল চত্বরে বাধ্যতামূলক ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
● ডেঙ্গি সংক্রান্ত যাবতীয় তথ্য নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্য দফতরের পোর্টালে নথিভুক্ত করতে হবে।
● হাসপাতালের দেওয়ালে ডেঙ্গি সচেতনতামূলক পোস্টার রাখতে হবে।
● হাসপাতালে পতঙ্গবিদদের নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে।
● ব্লাড ব্যাঙ্কে যথেষ্ট প্লেটলেট মজুত আছে কি না, নজর রাখতে হবে।