কন্যাশ্রী নিয়ে একাধিক নির্দেশিকা নারী ও শিশু কল্যাণ দফতরের
নভেম্বর 22, 2024 < 1 min read
ট্যাব দুর্নীতি নিয়ে যখন রাজ্য উত্তাল, তখন কন্যাশ্রী প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করতে ছয় দফা গাইডলাইন জারি করল নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর। স্পেশাল কমিশনারের জারি করা ওই চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের দেওয়া এই গাইডলাইন মেনে চলতেই হবে সকলকে।ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার (এনআইসি) এই মর্মে একটি এসওপি জারি করেছে। মূলত, তার ভিত্তিতেই বৃহস্পতিবার গাইডলাইন জারি করেছে এই দফতর।এক ধরনের চক্র অ্যাকাউন্ট হ্যাক করে কন্যাশ্রীর টাকাও হাতানোর চেষ্টা করতে পারে। আর তা জানার পরেই নারী ও শিশু কল্যাণ দফতর সব জেলাশাসককে চিঠি পাঠিয়ে সতর্ক করেছে। গত মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কন্যাশ্রী পোর্টালে জালিয়াত চক্র হানা দিতে পারে বলে রাজ্যকে জানিয়েছে ন্যাশনাল ইনফর্মেটিকস সেন্টার (এনআইসি)। এর ফলে অনেক গ্রাহকের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। সেটা রুখে দেওয়ার জন্য কী কী পদক্ষেপ প্রয়োজন, তা-ও এনআইসি রাজ্যকে জানিয়েছে। সেই মতো ছ’দফা নির্দেশ পাঠানো হয়েছে রাজ্যের পক্ষে। সেই গাইডলাইন অনুসারে-
প্রতিটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হবে।
কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যাবতীয় সরঞ্জামের ‘প্লাগ ইন’, ‘সফটওয়্যার’ আপডেট করতে হবে।
কোনও কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হয়, তবে সেই কম্পিউটারটি বাদ দিতে হবে।
ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, অ্যান্টিব়্যানসামওয়ার, ম্যালওয়ার, অ্যান্টি এক্সপ্লয়েড সফটওয়্যার ইন্সটল করতে হবে।
নিয়মিত সিস্টেম স্ক্যান করতে হবে।
ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ নথি বা তথ্য কোনও ওয়েবে, মেলে যেন সেভ না করা হয় ৷ তার পরামর্শ দেওয়া হয়েছে।
সময় মতো এই গাইডলাইন মানা হয়েছে কি না, তা দ্রুত জানাতে হবে এনআইসিকে। কন্যাশ্রী প্রকল্প কে সামনে রেখেই গোটা দেশে প্রশংসিত হয়েছে রাজ্য। সেই প্রকল্পে যাতে একইভাবে কোনও অস্বস্তিতে পড়তে না হয় রাজ্যকে, তাই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হল ৷