স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আরও ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য
ডিসেম্বর 21, 2024 < 1 min read
রাজ্য সরকারের পক্ষ থেকে এবার বাড়ানো হল স্বনির্ভর গোষ্ঠীর টাকা। গ্রামীণ জনগণের আর্থিক উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই গোষ্ঠীগুলি যাতে আরও আর্থিকভাবে শক্তিশালী হয় সেই কথাকেই মাথায় রেখে ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। শুক্রবার রাজ্যের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, বাম আমল থেকেই গ্রামীণ জনগণের আর্থিক উন্নয়নের জন্য ঘোষণা করা হয় স্বনির্ভর গোষ্ঠী। কিন্তু তা সমৃদ্ধ হয় তৃণমূল আমলে। স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে তালিকার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ।
রাজ্যে মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লক্ষ ১ হাজার। আর যার দ্বারা ১.২১ কোটি পরিবার উপকৃত হয়। ইতিমধ্যেই, রাজ্য সরকারের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর প্রসারণের জন্য জেলায় জেলায় আয়োজন করা হয় বিভিন্ন মেলার। এমনকি রাজ্যের বাইরেও জাতীয় স্তরেও আয়োজন করা হয় বেশ কিছু মেলা। এর মধ্যে উল্লেখযোগ্য হল, গুরুগ্রাম, তেলেঙ্গানা, রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি।বিক্রয় বাড়ানোর জন্য কৌশলগতভাবে ই বিক্রয় কেন্দ্রও চালু করেছে রাজ্য। রাজ্যের তরফে ফি বছর এক কোটিরও বেশি শিক্ষার্থীর স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। এর সেলাইয়ের কাজও করেন এই গোষ্ঠীর মহিলারা।স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে এই মুহূর্তে সারা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লক্ষ ১ হাজার। এর সঙ্গে জড়িত প্রায় ১.২১ কোটি পরিবার।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -3 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -3 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...3 days ago