NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আরও ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

ডিসেম্বর 21, 2024 < 1 min read

রাজ্য সরকারের পক্ষ থেকে এবার বাড়ানো হল স্বনির্ভর গোষ্ঠীর টাকা। গ্রামীণ জনগণের আর্থিক উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই গোষ্ঠীগুলি যাতে আরও আর্থিকভাবে শক্তিশালী হয় সেই কথাকেই মাথায় রেখে ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। শুক্রবার রাজ্যের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, বাম আমল থেকেই গ্রামীণ জনগণের আর্থিক উন্নয়নের জন্য ঘোষণা করা হয় স্বনির্ভর গোষ্ঠী। কিন্তু তা সমৃদ্ধ হয় তৃণমূল আমলে। স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে তালিকার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ।

রাজ্যে মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লক্ষ ১ হাজার। আর যার দ্বারা ১.২১ কোটি পরিবার উপকৃত হয়। ইতিমধ্যেই, রাজ্য সরকারের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর প্রসারণের জন্য জেলায় জেলায় আয়োজন করা হয় বিভিন্ন মেলার। এমনকি রাজ্যের বাইরেও জাতীয় স্তরেও আয়োজন করা হয় বেশ কিছু মেলা। এর মধ্যে উল্লেখযোগ্য হল, গুরুগ্রাম, তেলেঙ্গানা, রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি।বিক্রয় বাড়ানোর জন্য কৌশলগতভাবে ই বিক্রয় কেন্দ্রও চালু করেছে রাজ্য। রাজ্যের তরফে ফি বছর এক কোটিরও বেশি শিক্ষার্থীর স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। এর সেলাইয়ের কাজও করেন এই গোষ্ঠীর মহিলারা।স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে এই মুহূর্তে সারা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লক্ষ ১ হাজার। এর সঙ্গে জড়িত প্রায় ১.২১ কোটি পরিবার।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ‘বহুরূপী’!

FacebookWhatsAppEmailShare

আম্বেদকর ইস্যুতে পথে নামার ডাক মমতা বন্দোপাধ্যায়ের

FacebookWhatsAppEmailShare

একাধিক কর্মসূচি নিয়ে পথে মহিলা তৃণমূল কংগ্রেস

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...