NEWSZNOW বাংলা

২ এপ্রিল, ২০২৫ ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

অক্সফোর্ডে স্বতঃস্ফূর্ত মমতা; রামবাম চক্রান্তকে নস্যাৎ করলেন সংযতভাবে

মার্চ 28, 2025 2 min read

গতকাল লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের ‘দ্য হাব’ প্রেক্ষাগৃহে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ভারতীয় সময় রাত সাড়ে ১০টা

আরজি কর প্রসঙ্গ ওঠার পর সভাকক্ষের পেছনের দিক থেকে বিক্ষোভকারীদের স্লোগান এবং পোস্টার প্রদশন শুরু হয়। এসবের মাঝেই তিনি বললেন, ‘‘আমি আপনাদের সকলকে খুব ভালবাসি। আপনারা আপনাদের পার্টিকে আরও মজবুত করুন। যাতে আমার সঙ্গে তারা লড়তে পারে!’’ তার কথায় দেশের প্রতিনিধি হয়েই তিনি বিলেতে এসেছেন, অক্সফোর্ডে বক্তৃতা করছেন তাই, ‘‘আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না।’

বিক্ষোভকারীদের এক প্রৌঢ় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলতে থাকেন, ‘‘আপনি মিথ্যা বলছেন।’’ মুখ্যমন্ত্রীর উত্তর দেন, ‘‘নাহ্ ব্রাদার, আমি কোনও মিথ্যা বলছি না।’’ এর পর চিৎকার বাড়তে থাকে। যখন ‘অভয়াকে খুন করেছেন’ বলা হচ্ছে, তখনও খুব সুন্দর শান্ত ও সংযতভাবে মুখ্যমন্ত্রী বলেন ‘‘ইউ আর মাই সুইট ব্রাদার। আই লভ ইউ অল। প্লিজ় শান্ত হোন। আমি আপনাদের মিষ্টি দেব।’’ এর পরে মমতা এ-ও বলেন, ‘‘আমার বাম, অতিবাম, সাম্প্রদায়িক শক্তির বন্ধুদের বলব, আপনাদের আমি চকোলেট দেব। আপনাদের মতাদর্শকেও চকোলেট খাওয়াব।’’

তবে বাকি দর্শকদের সমবেত প্রতিবাদের সামনে এই কয়েকজন বিক্ষোভকারী অবশ‍্য বেশিক্ষণ নিজেদের কোক্রান্ত চরিতার্থ করতে পারেননি। পোস্টার নিয়ে হল ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁদের। আর তারপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘‘আমি মানসিক ভাবে তৈরি হয়েই এসেছিলাম। ওঁরা আমায় মিস্ করলেন। ইফ ইউ মিস্ দ‍্য ট্রেন অ‍্যাম অন, ইউ উইল নো দ‍্যাট আই অ‍্যাম গন! ইউ ক‍্যান হিয়ার দ‍্য হুইসল ব্লো আ হানড্রেড মাইলস।”

এরপর চ্যালেঞ্জের শুরে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমি বছরে দু’বার করে অক্সফোর্ডে আসব। যত বার বলবেন, তত বার আসব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমায় ভাল করে কোনও কাজ করে দিতে বললে ঘর মুছে, কাপড় কেচে, রান্না করে বা বাসন মেজে দিতে পারব। কিন্তু ভয় দেখালে হবে না। আমি ভয় পাই না। আমি আমার মাথা নত করি একমাত্র জনতার সামনে। আর কারও সামনে নয়।’’

অক্সফোর্ড প্রেক্ষাগৃহে আলাপচারিতার একদম শেষ পর্যায়ে এসে লন্ডনে দাঁড়িয়ে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

যাদবপুরে হয়েছে “বেআইনি সমাবর্তন”!: নতুন নাটক রাজ্যপালের

FacebookWhatsAppEmailShare

কেউ গোলমাল পাকালে মনে রাখবেন, দিদি আছে!: রেড রোডে বার্তা মমতার

FacebookWhatsAppEmailShare

অক্সফোর্ডে বাম বিশৃঙ্খলা: কল্যাণের নিশানায় তৃণমূলী ছাত্র-যুব

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...