বিনোদন বিভাগে ফিরে যান

কেমন হলো কেজিএফ চ্যাপ্টার ২? রইলো স্পয়লার ফ্রি রিভিউ

এপ্রিল 16, 2022 | < 1 min read

২০১৮ তে মুক্তি পেয়েছিল চ্যাপ্টার ১ যেখানে আমরা দেখেছিলাম মুম্বইতে বড় হওয়া একটা সামান্য ছেলে কিভাবে এক বিশেষ জায়গা দখল করলো ।

সিনেমার মুখ্য চরিত্রের নাম রকি(যশ), যেকিনা মুম্বইয়ের একজনের ডনের নিচে কাজ করতে করতে একদিন কেজিএফ গিয়ে সেখানের শাসক গরুরা কে মারার অফার পায়। তাকে বলা হয় কাজ সম্পন্ন হলে সে হবে মুম্বইয়ের ডন। ক্ষমতা পিপাসু রকির কাছে যে মুম্বইয়ের উপর রাজত্ব করা একটা সময় স্বপ্ন ছিল সেই মুহূর্ত থেকে সেই মুম্বই তার কাছে তুচ্ছ মনে হয়।

চ্যাপ্টার ১ এর শেষে রকি গরুরাকে মেরে দখল করে কেজিএফ

চ্যাপ্টার ২ এর শুরু এইখানেই। আগের পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে রকি ক্ষমতা দখল করলো আর এইখানে আমরা দেখব ক্ষমতা ধরে রাখার জন্য রকি কি কি করছে।

কিন্তু আগের পার্টে সিনেমাটি ছিল সম্পূর্ণ রকিকে কেন্দ্র করে সেখানে দ্বিতীয় পার্টে বাকি চরিত্রগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর চরিত্রে থাকা রোমিকা সেন(রবিনা টন্ডন) হোক কিংবা খলনায়কের চরিত্রে থাকা অধিরা(সঞ্জয় দত্ত)।

ডিরেক্টার প্রশান্ত নীল প্রত্যেকটি চরিত্রের সাথে সমান বিচার করেছন।

কিন্তু রকি কি পারলো ক্ষমতা ধরে রাখতে? নাকি রকির চরিত্রের শেষ এইখানেই? চ্যাপ্টার ৩ কি আসবে?

এই প্রশ্নগুলির উত্তর পেতে হলে অবশ্যই দেখুন কেজিএফ চ্যাপ্টার ২ আপনার নিকটবর্তী সিনেমাঘরে

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare