NEWSZNOW বাংলা

March 18, 2025, Tuesday 08:12:08

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

৩৫০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে সাউথ সিটি মল

মার্চ 17, 2025 < 1 min read

নতুন হাতে যাবে সাউথ সিটি মল। আগামী দু’মাসের মধ্যেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সর্বভারতীয় সংবাদমাধ্য়ম এর একটি প্রতিবেদন অনুযায়ী, খাস কলকাতার বুকে নির্মিত সাউথ সিটি মল কিনে নিতে চলেছে আমেরিকান বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন। ১৯৮৫ সালে নিউ ইয়র্কের বুকে প্রতিষ্ঠিত হয় এই বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন। পিটার পিটারসন ও স্টিফেন শোর্জম্যানের তরফে প্রতিষ্ঠা করা হয় এই সংস্থার। মূলত, দেশে-বিদেশে বিভিন্ন ব্যবসায় টাকা বিনিয়োগ করেই উপার্জন করে থাকে এই আমেরিকান সংস্থা। সাউথ সিটি মলের অংশীদারিদের সঙ্গে কথা বার্তা চলছে ব্ল্যাকস্টোন কর্তৃপক্ষের। বেশ কয়েক দফা বৈঠকও হয়ে গিয়েছে। সম্ভবত, আগামী দু’মাসের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জানা গিয়েছে, এই মল কিনতে মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা ঢালতে চলেছে সেই মার্কিন বিনিয়োগকারী সংস্থা।শপিং মল ছাড়াও এই লেনদেনের তালিকায় রয়েছে পিছনের সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, কলম্বোর সর্বোচ্চ যমজ ৬২ তলা টাওয়ারও। মার্কিন বিনিয়োগকারী সংস্থার মূল টার্গেট, দেশের দ্বিতীয় বৃহত্তম সাড়ে বারো লক্ষ বর্গ ফুট আয়তনের এই জনপ্রিয় ও লাভজনক শপিং মলটি। তবে চেষ্টা হচ্ছে স্কুলটি বাঁচিয়ে রাখার।তবে এখন প্রশ্ন উঠেছে, মার্কিন সংস্থার হাতে গেলে বর্তমানে মলের বিভিন্ন শোরুম ও সংস্থায় কর্মরত প্রায় সাড়ে চার হাজার কর্মীর উপর কোনও প্রভাব পড়বে না তো? দৈনন্দিন কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারা কি আদৌ উপকৃত হবেন?

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

মিড-ডে মিল এর বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা দফতরের নয়া পরামর্শ

FacebookWhatsAppEmailShare

বড়পর্দায় আবার একেন, এবার বেনারসে বিভীষিকা

FacebookWhatsAppEmailShare

এবার রাজ্য নেতৃত্বে অভিষেক ? মেগা-বৈঠকে ‘আমাদের সবার নেতা’ বলে সম্মোধন সুব্রত বক্সীর

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...