সৌরভের ১ টাকায় জমির লিজ পাওয়া অথৈ জলে! রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের
জানুয়ারি 13, 2025 < 1 min read
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ইস্পাত কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে এক টাকায় যে জমি পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তা সম্ভবত তিনি সরাসরি পাচ্ছেন না। ওই ৩৫০ একর জমি লিজে প্রয়াগ সংস্থার হাতে ছিল। চন্দ্রকোনায় ফিল্ম সিটি গড়েছিল প্রয়াগ সংস্থা। সেই জমিই সৌরভকে দেয় রাজ্য সরকার। কিন্তু একটি সংস্থার হাতে থাকা জমি বাজেয়াপ্ত করার পর কীভাবে সৌরভকে অন্য কাজে ব্যবহারের জন্য দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রয়াগ সংস্থাকে এ বিষয়ে অন্ধকারে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। শুক্রবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত।
বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বলেছে, রাজ্য সরকারের সঙ্গে প্রয়াগ সংস্থার যে চুক্তি আছে, তাতে কোনওরকম হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ওই জমির ভ্যালুয়েশন করবে। রাজ্যল সরকারকে সেবি-র সঙ্গে সহযোগিতা করতে হবে। ভ্যালুয়েশনের পর ওই জমি নিলাম করতে হবে। এ বিষয় রাজ্য সরকারকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছেন, লিজে প্রয়াগ সংস্থার হাতে থাকা জমি বাজেয়াপ্ত হওয়ার পর এখন এক টাকায় পাবেন না সৌরভ। ৩৫০ একর জমির যা দাম হতে পারে, তা ঠিক হওয়ার পর যখন নিলাম হবে, তখন সৌরভ বা তাঁর সংস্থা চাইলে সেই নিলামে যোগ দেওয়া সম্ভব। নিলামে যদি সবচেয়ে বেশি দর দেন সৌরভ, তাহলে তিনি জমি পাবেন। তার আগে পর্যন্ত তিনি এই জমি পাচ্ছেন না।