বাংলা বিভাগে ফিরে যান

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানার জায়গা বদল

জুন 3, 2024 | < 1 min read

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানার জায়গা বদল। শালবনি নয়, কারখানা তৈরি হবে গড়বেতায়। এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাস চারেকের মধ্যেই কারখানা তৈরির কাজ শুরু হবে বলে জানালেন তিনি।গত বছরের সেপ্টেম্বর মাসে ১২ দিনের স্পেন সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে বাংলায় বিনিয়োগ আনাই ছিল প্রধান লক্ষ্য।

মমতার এই স্পেন সফরে মাদ্রিদের শিল্প সম্মেলন থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন, শালবনিতে তিনি ইস্পাত কারখানা তৈরি করবেন। রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওই কারখানা প্রসঙ্গেই মুখ খুললেন মহারাজ। জানালেন, জমি নিয়ে সমস্যার কারণে শালবনি নয়, তাঁর কারখানা হবে গড়বেতায়। সৌরভ এদিন বলেন, “অনেকেই জানেন না এটা আমার দ্বিতীয় ইস্পাত কারখানা।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare