ট্রেন লেট এখন দৈনন্দিন ব্যাপার
প্রতি বছর নিয়ম করে রেলমন্ত্রকের পক্ষ থেকে ঢালাও প্রচার করা হয়। ট্রেন যাতে লেট না করে সেই জন্য ট্রেনচালকদের হাতে অ্যান্টি-ফগ ডিভাইস তুলে দেওয়া হয়। প্রতিবার গালভরা ঘোষণা করা হলেও কাজের কাজ কিছুই হয় না।
এবছর শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস লেট করেছে প্রায় আড়াই ঘণ্টা
হাওড়া নয়াদিল্লি-দুরন্ত এক্সপ্রেস গড়ে প্রায় তিন ঘণ্টা লেট
এলাহাবাদ-দিল্লি-প্রয়াগরাজ এক্সপ্রেস লেট প্রায় তিন ঘণ্টা
কাজেই আসছে না অ্যান্টি-ফগ ডিভাইস যন্ত্র
বলা যেতে পারে একপ্রকার জলে গিয়েছে মধ্যবিত্তের করের কোটি কোটি টাকা।