খেলাধুলা বিভাগে ফিরে যান

২০২৩ আইপিএল ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি গুজরাত টাইটান্স

মে 26, 2023 | < 1 min read

ছবি সৌজন্যেঃ টুইটার

লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে উঠলেও আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে গুজরাট টাইটানসকে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স।

শুভমন গিলের শতরান মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান তুলতে সাহায্য করে। মুম্বইকে ৬২ রানে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত।

https://twitter.com/IPL/status/1662125743416168448

এই ম্যাচে এই মরশুমে তৃতীয় শতরান করলেন শুভমন গিল।এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও আরসিবির বিরুদ্ধে শতরান করেছেন শুভমন। লিগ পর্বের শেষ দু’টি ম্যাচে তিন অঙ্কে পৌঁছেছিলেন তিনি। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার তাকে হতাশ করলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে আবার রান পেলেন তিনি। মাত্র ৪৯ বলে আজ শতরান করলেন এই ডানহাতি ব্যাটার।শেষ পর্যন্ত ৬০ বলে ১২৯ রানে শেষ করলেন ইনিংস। ৭টি চার ও ১০টি ছক্কা মেরে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়ে সাজঘরে ফিরেছেন শুভমন।

দর্শনীয় ইনিংস খেলে শুভমন ফেরার পর ২৩৩ রান তোলে গুজরাত। মুম্বইয়ের হয়ে রান তাড়া করার কাজটা করেন তিলক (১৪ বলে ৪৩ রান) এবং সূর্যকুমার (৩৮ বলে ৬১ রান)। তবে শেষ রক্ষা হল না।

আগামী ২৯ মে (রবিবার) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আমদাবাদেই ফাইনাল খেলবেন হার্দিকরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইএসএলের প্রথম ডার্বি, একজোট ঘটি-বাঙাল
FacebookWhatsAppEmailShare
আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
চোট-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয়ের আশায় ভারত
FacebookWhatsAppEmailShare